
আন্তর্জাতিক চাপে গাজায় মানবিক করিডোর খুলে দিবে ইসরায়েল, পরিস্থিতি ‘মানবসৃষ্ট দুর্ভিক্ষে’ রূপ নিচ্ছে: জাতিসংঘ
আন্তর্জাতিক চাপ ও ক্ষুধায় মৃত্যুর ঘটনায় উদ্বেগ বাড়ার পর অবশেষে গাজা উপত্যকায় মানবিক সহায়তার জন্য করিডোর খুলতে যাচ্ছে ইসরায়েল। রোববার এক বিবৃতিতে ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশের জন্য তারা কয়েকটি নির্দিষ্ট পথে মানবিক করিডোর খুলে দিচ্ছে। একইসঙ্গে তিনটি এলাকায় প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য ‘সাময়িক যুদ্ধবিরতি’ ঘোষণা করা হয়েছে।
আইডিএফ জানায়, এই সাময়িক বিরতি ও করিডোরের উদ্দেশ্য হলো—জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে গাজার জনগণের জন্য খাদ্য ও ওষুধ সরবরাহ নিশ্চিত করা। প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১১টা (স্থানীয় সময়) পর্যন্ত এসব করিডোর খোলা থাকবে এবং গাজা সিটির পাশাপাশি আল-মাওয়াসি ও দেইর আল-বালাহ এলাকায় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই ‘স্থানীয় যুদ্ধবিরতি’ কার্যকর থাকবে।
এর আগে শনিবার ইসরায়েল জানায়, তারা গাজায় আকাশপথে ত্রা...