
খুররম খান চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ফরিদ মিয়া, নান্দাইল ময়মনসিংহ : ময়মনসিংহের নান্দাইলে খুররম খান চৌধুরী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা, চারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা মরহুম খুররম খান চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলেজ মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১জুলাই) আয়োজিত এ অনুষ্ঠানে মরহুমের জীবন ও কর্ম নিয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুররম খান চৌধুরী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল আলম বুলবুল এবং সঞ্চালনায় ছিলেন কলেজের বাংলা বিভাগের প্রভাষক আবু সাঈদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ। এছাড়া আরও বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক জিয়া উদ্দিন শাহিন, গভর্নিং বডির সদস্য এনামুল হক সরকার, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, শামছুন্নেছা চৌধুরী উচ...