
ইসরায়েলের গাজায় ‘কৌশলগত বিরতি’ শেষ, ইসরায়েলি হামলায় একদিনেই নিহত ৬২ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় চলমান হামলার মধ্যে রবিবার থেকে প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল। এই বিরতির উদ্দেশ্য ছিল ‘মানবিক কার্যক্রম পরিচালনা’—যেমন চিকিৎসা সহায়তা, খাদ্য ও পানি বিতরণ, এবং আশ্রয়প্রার্থীদের চলাচলের সুযোগ দেওয়া। তবে এই ঘোষিত ‘কৌশলগত বিরতি’ বাস্তবে কোনো ধরনের মানবিক স্বস্তি নিয়ে আসেনি।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা প্রতিদিন স্থানীয় সময় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা (গ্রিনিচ সময় ০৭:০০ থেকে ১৭:০০ পর্যন্ত) গাজার তিনটি অঞ্চলে—আল-মাওয়াসি, দেইর আল-বালাহ এবং গাজা সিটি—লড়াই বন্ধ রাখবে। এই বিরতিকে তারা বলছে “ট্যাকটিক্যাল পজ” বা কৌশলগত বিরতি।
এই বিরতির ঘোষণার মধ্যেই রবিবার ভোর থেকে ইসরায়েলি বাহিনীর চালানো টানা হামলায় কমপক্ষে ৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাও উল্লেখযোগ্য। এছাড়া আরও ৬ জন ফিলিস্তিনি অনাহারে ম...