
পুরোনো রূপে ফিরছে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ
মুসাদ্দিকুল ইসলাম তানভীর: কিছুদিন আগে শেষে হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। অপেক্ষা এখন স্কুলের গন্ডি পেরিয়ে কলেজ জীবনে প্রবেশের। স্বপ্ন আর প্রত্যাশিত সফলতা অর্জনে এখানেও পাড়ি হয় দীর্ঘ পথ আর প্রতিযোগিতার। সেই গল্পে ময়মনসিংহ অঞ্চলের শিক্ষার্থীদের কাছে অন্যতম প্রত্যাশিত প্রতিষ্ঠান ‘কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ’ (কেবি কলেজ)। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চত্বরে অবস্থিত কলেজটি ময়মনসিংহ ও এর আশেপাশের জেলাগুলোর শিক্ষার্থীদের কাছে অত্যন্ত পরিচিত ও সনামধন্য একটি কলেজ।
মাঝে দীর্ঘদিন কলেজ ব্যবস্থাপনা ও প্রশাসনিক জটিলতায় দিন দিন পিছিয়ে পড়েছিল কলেজটি। তবে কলেজটির অধ্যক্ষ ড. মো. আতাউর রহমান পুনরায় সপদে যোগদানের পর সেই জটিলতা কেটে গিয়েছে। অতীতের সকল ব্যর্থতা ফেলে এখন আবারও সামনে এগিয়ে যেতে চায় কলেজটি। পুরোনো ঐতিহ্য আর সফলতা ছাপিয়ে যেতে এখন তারা বধ্য পরিকর।
বাংলা...