
সিনচিয়াংয়ের তেকেস কাউন্টিতে ভাগ্য বদলাচ্ছে কুসুম ফুলে
চীনের উত্তর-পশ্চিমের সিনচিয়াংয়ের তেকেস কাউন্টিতে চলছে কুসুম ফুল কাটার মৌসুমে। এখানকার বিপুল পরিমাণ জমিতে এবার ফুলের ফলন হয়েছে ভালো। অনুকূল আবহাওয়া ও বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করায় গুণগতমানও বেড়েছে এ ফুলের। এতে কৃষকদের আয় বাড়ছে, আবার মৌসুমি কর্মসংস্থানের সুযোগও মিলছে। কৃষিভিত্তিক আয়ের এই নতুন পথ বদলে দিচ্ছে তেকেসের অর্থনৈতিক চিত্র।
এ বছর এ অঞ্চলে ১০৬ হেক্টরের বেশি জমিতে চাষ হওয়া কুসুম ফুল এখন তোলার উপযুক্ত হয়েছে।ওষুধি গুণ এবং প্রাকৃতিক রঙ হিসেবে ব্যবহৃত হয় কুসুম ফুল। তাই এ ফুলের অর্থনৈতিক মূল্য অন্য ফুলের চেয়ে অনেক বেশি। স্থানীয় কৃষকদের আয় বৃদ্ধিতেও বড় ভূমিকা রাখছে এটি।
এখানকার গ্রামগুলোয় এ বছর জলবায়ু ছিল ফুলচাষের অনুকূল। সেইসঙ্গে ফুলচাষে যুক্ত হয়েছে বৈজ্ঞানিক পদ্ধতি। তাই ফুলের উৎপাদন ও মান দুই-ই বেড়েছে।
স্থানীয় ফুলচাষীমা শিলিয়াং জানালেন, ‘আমি ২০২১ সাল থেকে ক...