Tuesday, July 22
Shadow

Tag: কছি হুজুর

চলে গেলেন ইসলামী আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র (কছি হুজুর) ; জানাজা শামীম সাইদীর অংশগ্রহণ 

চলে গেলেন ইসলামী আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র (কছি হুজুর) ; জানাজা শামীম সাইদীর অংশগ্রহণ 

চট্টগ্রাম, জামায়াতে ইসলামি, নোয়াখালী, বাংলাদেশ, রাজনীতি
সাইফুল ইসলাম, নোয়াখালী বেগমগঞ্জ : নোয়াখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বেগমগঞ্জ উপজেলার প্রবীণ রুকন ও কুতুবপুর ইসলামীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আব্দুজ জাহের (কছি হুজুর)  তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের দীর্ঘদিন সভাপতি ছিলেন,পরে উপজেলা ওলামা বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেন, তিনি সকল শ্রেণী পেশার মানুষের কাছে ছিলেন শ্রদ্ধেয় ও গ্রহণযোগ্য একজন ব্যক্তি।  তার  হাস্যজ্জল চেহারা ও হাসিতে মানুষ মুগ্ধ হয়ে যেতেন,  মানুষ এতো বেশি তাকে ভালো বাসতেন, দল মত নির্বিশেষে শেষ বিদায় দিতে হাজার হাজার মানুষের ঢল এতে প্রমাণ করে মাওলানা আবু জাহের হুজুরকে মানুষকে অনেক বেশি ভালবাসতেন, মানুষও তাকে অনেক বেশি ভালোবাসে আজকে শেষ বিদায় দিতে এসে প্রমান করেছেন। তিনি দীর্ঘদিন ঢাকা ইবনেসিনা  হাসপাতালে চিকিৎসা অবস্থায় ইন্তেকাল করেন...