
অশ্বগন্ধা গোপন শক্তির ভাণ্ডার এক বিস্ময়কর ঔষধি গাছ
একেএম নাজমুল আলম : প্রাকৃতিক চিকিৎসায় যুগ যুগ ধরে ব্যবহৃত এক শক্তিশালী ঔষধি গাছের নাম অশ্বগন্ধা। আয়ুর্বেদ শাস্ত্রে যার নাম "রসায়ন"। কারণ, এটি শরীরের কোষগুলিকে পুনরুজ্জীবিত করে। কিন্তু বাংলাদেশের অনেকের কাছেই এই গাছটি এখনো অজানা। অথচ অশ্বগন্ধা গাছের শেকড়, পাতা ও ফল আজ আধুনিক চিকিৎসাবিজ্ঞানেও মূল্যবান ওষুধে পরিণত হয়েছে।
গাছের পরিচিতি বৈজ্ঞানিক নাম: Withania somnifera স্থানীয় নাম: অশ্বগন্ধা গোত্র: Solanaceae
উচ্চতায় গাছটি সাধারণত ২ থেকে ৪ ফুট লম্বা হয়।
এর শিকড় থেকে আসে এক ধরনের ঘ্রাণ, যা অনেকটা ঘোড়ার মতো—সেখান থেকেই এসেছে নাম: অশ্ব (ঘোড়া) + গন্ধা (গন্ধ)।
অজানা তথ্য: অশ্বগন্ধাকে বলা হয় "ভারতীয় জিনসেং" – কারণ এটি শরীরের শক্তি ও সহনশীলতা বাড়ায়।
এটি একটি অ্যাডাপটোজেনিক গাছ, অর্থাৎ মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে।
গবেষণা বলছে, অশ্বগন্ধা শরীরে কর্টিসল না...