
জবি ক্যাম্পাস ও থোরোমাইসিসি পার্কসহ বিভিন্ন স্থানে চলছে অনিয়ন্ত্রিত ধূমপান
মোঃ রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি: ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রন) আইন ২০০৫, সংশোধিত ২০১৩ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানসহ বাংলাদেশের সকল পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসের ভিতরে এবং বাইরে থোরোমাইসিসি পার্কসহ আশেপাশের বিভিন্ন স্থানগুলোতে আশঙ্কাজনক ও অনিয়ন্ত্রিত ভাবে চলছে শিক্ষার্থীদের ধূমপান।
২০১০ সালের ৩১শে মে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর শহীদ মিনার প্রাঙ্গণে এক আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক মেসবাহ উদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়কে ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেন। এরপর ২০১৭ সালের ১৯ জুলাই বিষয়টি পুনরায় আলোচনার কেন্দ্র বিন্দুতে আসায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) জবি ইউনিটের আয়োজনে ধূমপানবিরোধী র্যালির ফলে তৎকালীন উপাচার্য ড. মিজানুর রহমান উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। অনেকের মতে...