
কপোতাক্ষ নদে ডিঙি নৌকায় ভাসমান জীবন যাপন সুখেন দম্পতির
পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছা : চোখে বেশ পুরু গ্লাসের চশমা। তবুও ঠিক মত ঠাহর করতে পারে না। তার চোখ- জলের আয়নায় আটকে থাকা এক ঝাঁক বিষণ্ন তারা। এবড়োথেবড়ো চুলগুলো পেকে সাদা হয়েছে অনেক আগে। চোয়ালের চামড়া কঠরে ঠেকেছে। বয়সের ছাপ দেখেই বোঝা যায় প্রৌঢ়। নাম সুখেন বিশ্বাস। সত্তর বা তদূর্ধ্ব বয়স হবে। জীবন যুদ্ধে হার না মানা এক নাম। একমাত্র সম্বল ডিঙি নৌকা। পাইকগাছার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া জেলেপল্লী (মালো পাড়ায়) তার জন্ম। কয়েক যুগ হলো তার বসতভিটা সহায় সম্বল রাক্ষুসী কপোতাক্ষ গ্রাস করেছে। সেই থেকে একমাত্র সহধর্মিণী কে নিয়ে ডিঙি নৌকায় ভাসমান জীবনযাপন করে চলেছেন সুখেন বিশ্বাস। নদই জীবন নদই সম্বল। ডিঙি নৌকা একমাত্র অবলম্বন। তার দেখা মেলা ভার। জীবন যুদ্ধে প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে। আজ এই নদীর বোয়ালিয়া অঞ্চলে, তো কাল আগড়ঘাটা, শিববাটি এভাবে দিন রাত কপোতাক্ষ, শালিখা, শিবসা সহ অন্য...