Thursday, July 31
Shadow

Tag: ইরানের মিসাইল হামলা

ইসরাইলের বিভিন্ন শহরগুলোতে আবারও ইরানের মিসাইল হামলা শুরু

ইসরাইলের বিভিন্ন শহরগুলোতে আবারও ইরানের মিসাইল হামলা শুরু

বিদেশের খবর
দখলদার ইসরাইলের বিভিন্ন শহরের দিকে আবারও মিসাইল ছুড়েছে ইরান। সোমবার (১৬ জুন) রাতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা। খবরে বলা হয়, উত্তর ইসরাইলের বিভিন্ন স্থানে মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে জানানো হয়েছে, ছোড়া এসব মিসাইল ভূপাতিত করার চেষ্টা চলছে। এর আগে, ইসরাইলের প্রধান শহর তেল আবিবের নাগরিকদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি দেয় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এক বিবৃতিতে তারা জানায়, নিজেদের নিরাপত্তার স্বার্থে তেল আবিবের বাসিন্দাদের অবিলম্বে শহরটি ত্যাগ করা উচিত। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমেও এই হুঁশিয়ারির খবর প্রকাশ পেয়েছে। সেখানে বলা হয়, আগ্রাসনের জবাবে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত ইরান, তাই সম্ভাব্য বিপদের কথা মাথায় রেখে তেল আবিবের সাধারণ মানুষদের দ্রুত নিরাপদ ...