
ড্যাপে ৮০ ভাগ ‘অপরিকল্পিত’ ও ৫০% ভাগ উচ্চতা-দৈর্ঘ্যহ্রাসের মাধ্যমে বৈষম্য এবং মানবাধিকার লংঘন হয়েছে: ঢাকার ক্ষতিগ্রস্ত ভূমি মালিক সমিতি
ঢাকা শহরের ক্ষতিগ্রস্থ ভূমি মালিক সমিতি চরম বৈষম্যপূর্ণ ড্যাপ বিধিমালা ২০২২-২৩ সংশোধন সাপেক্ষে ড্যাপ-২০০৮ পুনর্বহালের দাবি জানিয়েছে। কারণ, নতুন ড্যাপে ঢাকা মহানগরীর প্রায় ৮০ ভাগ এলাকাকে অপরিকল্পিত ঘোষণার মাধ্যমে চরম বৈষম্যপূর্ণ আচরণ ও মানবাধিকর লংঘন করা হয়েছে। আগে যেখানে ১০ তলার অনুমতি পাওয়া যেতো সেখানে প্রায় ৫০% কমিয়ে ৫ তলাতে নামিয়ে ফেলা হয়েছে। অর্থাৎ ভবনের উচ্চতা ও দৈর্ঘ্য প্রায় ৫০% কমিয়ে প্রতি তলার ইউনিট বা ফ্লাটের ভেতরের নকশাতেও স্বৈরাচারি হস্তক্ষেপ চালু হয়েছে। তাই বিগত স্বৈরাচারী শাসনে আমলা ও ভূমি দখলদারদের যোগসাজসে নগরীর ২০ শতাংশের সুবিধা-স্বার্থে প্রণীত ড্যাপ অবিলম্বে ৮০ শতাংশের সুবিধায় রূপান্তরিত অথবা ড্যাপ ২০০৮ বিধিমালা পুনর্বহাল করতে হবে।সমিতির অস্থায়ী কার্যালয়ে (৩২ সুলতান আহমেদ প্লাজা, পুরানা পল্টন, ঢাকা) সম্প্রতি মূখ্য আহ্বায়ক অধ্যাপক ড. দেওয়ান এম.এ. সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠ...