Monday, July 28
Shadow

যে ৭টি পেশা পাবে সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা

বিশ্বজুড়ে নানা দেশের মানুষ যখন সংযুক্ত আরব আমিরাতকে তাদের আবাসভূমি হিসেবে বেছে নিচ্ছেন, তখন দেশটির নেতৃত্ব প্রতিভাবানদের সহায়তায় ১০ বছরের আবাসিক সুবিধাসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে। গোল্ডেন ভিসা প্রাপ্ত ব্যক্তি কোনো স্পনসর বা নিয়োগদাতার ওপর নির্ভর না করেই দেশটিতে বসবাস, কাজ ও পড়াশোনা চালিয়ে যেতে পারেন।

এতে বারবার ভিসা নবায়নের চিন্তা ছাড়াই তারা নিজেদের পেশাগত অগ্রগতি নিশ্চিত করতে পারেন। এমনকি এই ভিসাধারীরা ছয় মাসের বেশি সময় দেশটির বাইরে থাকলেও পুনরায় প্রবেশে কোনো সমস্যা হয় না।

এই দীর্ঘমেয়াদি আবাসন সুবিধা এতদিন শিক্ষার্থী, বিনিয়োগকারী, সম্মুখসারির যোদ্ধা ও স্বেচ্ছাসেবকদের জন্য ছিল। তবে ২০২৪ সাল থেকে আরও কয়েকটি নতুন পেশাজীবীকে এই সুবিধার আওতায় আনা হয়েছে। নতুন তালিকায় রয়েছে—

১. শিক্ষক ও শিক্ষাবিদ

২০২৪ সালের শেষদিকে দুবাই ও রাস আল খাইমাহ আমিরাতে বেসরকারি খাতে কর্মরত অসাধারণ শিক্ষকদের জন্য গোল্ডেন ভিসা চালু হয়।
বিশ্ব শিক্ষক দিবসে দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মোহাম্মদ এই ঘোষণা দেন। যেসব শিক্ষক শিক্ষার্থীদের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছেন এবং প্রতিষ্ঠানের মানোন্নয়নে কাজ করেছেন, তারা এই সুযোগ পাবেন।

রাস আল খাইমাহতে ভিসার জন্য শিক্ষকের তিন বছর চাকরির অভিজ্ঞতা, সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রি এবং স্কুলের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব রাখার প্রমাণ থাকতে হবে।

২. নার্স

স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে দুবাইতে কর্মরত ১৫ বছরের বেশি সময় সেবা দেওয়া নার্সদের জন্য গোল্ডেন ভিসা চালু করা হয়। আন্তর্জাতিক নার্স দিবসে এই ঘোষণা দেন দুবাইয়ের যুবরাজ।

৩. বিলাসবহুল ইয়ট মালিক ও সামুদ্রিক খাতের কর্মকর্তারা

আবুধাবি ২০২৪ সালে ‘গোল্ডেন কোয়াই’ নামের উদ্যোগ চালু করে, যার আওতায় ৪০ মিটার বা তার বেশি দৈর্ঘ্যের ব্যক্তিগত ইয়ট মালিক ও সামুদ্রিক খাত সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা গোল্ডেন ভিসার জন্য আবেদন করতে পারেন।
আবেদনকারীদের সঙ্গে তাঁদের নিকটাত্মীয়রাও এই ভিসা সুবিধা পাবেন।

৪. গেমার ও ই-স্পোর্টস পেশাজীবী

যারা গেমিংকে পেশা হিসেবে গ্রহণ করেছেন, তাঁদের জন্য দুবাই ২০২৪ সালে গোল্ডেন ভিসা চালু করে।
২৫ বছর বয়সী যেকোনো ই-স্পোর্টস অ্যাথলেট, কনটেন্ট নির্মাতা, গেম ডেভেলপার কিংবা সংশ্লিষ্ট পেশাজীবীরা এই ভিসার জন্য আবেদন করতে পারবেন।

৫. ধর্মীয় আলেম ও ইমাম

২০২৪ সালের এপ্রিল মাসে ঈদুল ফিতর উপলক্ষে দুবাইয়ের যুবরাজ শেখ হামদান ২০ বছর ধরে ইমাম, মুয়াজ্জিন, মুফতি, ধর্মীয় গবেষক ও বক্তাদের জন্য গোল্ডেন ভিসা ঘোষণা করেন।

৬. কনটেন্ট নির্মাতা ও ইনফ্লুয়েন্সার

২০২৫ সালের শুরুতে দুবাই ‘ক্রিয়েটরস HQ’ চালু করে, যার মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সার, ডিজিটাল কনটেন্ট নির্মাতা, পডকাস্টার ও ভিজ্যুয়াল শিল্পীরা গোল্ডেন ভিসার জন্য আবেদন করতে পারেন।
এই উদ্যোগে বিজ্ঞাপন, মিডিয়া, সংগীত, অ্যানিমেশন, ফ্যাশন ও ব্র্যান্ডিং সংশ্লিষ্ট সৃজনশীল প্রতিষ্ঠানগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

৭. পরিবেশবাদী: ব্লু ভিসা

সমুদ্রতীর রক্ষা, প্লাস্টিকমুক্ত ক্যাম্পেইনসহ পরিবেশ রক্ষায় অনন্য অবদান রাখা ব্যক্তিদের জন্য সংযুক্ত আরব আমিরাত ‘ব্লু ভিসা’ নামে ১০ বছরের আবাসিক সুবিধা চালু করেছে।
এই ভিসার জন্য আন্তর্জাতিক সংগঠনের সদস্য, পরিবেশ বিজ্ঞানী, এনজিও কর্মী, পুরস্কারপ্রাপ্ত গবেষক ও পরিবেশ আন্দোলনের নেতারা আবেদন করতে পারবেন।

সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ও ব্লু ভিসা এখন শুধু ধনী বিনিয়োগকারীদের জন্য নয়—গবেষক, শিক্ষক, চিকিৎসক, কনটেন্ট নির্মাতা থেকে শুরু করে পরিবেশ রক্ষাকারী সকলে এই দীর্ঘমেয়াদি সুবিধার আওতায় আসতে পারছেন। এটি দেশটিকে বৈচিত্র্যময় প্রতিভা ও উদ্ভাবনের আন্তর্জাতিক কেন্দ্র করে গড়ে তুলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *