Monday, July 28
Shadow

সিনচিয়াংয়ের তেকেস কাউন্টিতে ভাগ্য বদলাচ্ছে কুসুম ফুলে

চীনের উত্তর-পশ্চিমের সিনচিয়াংয়ের তেকেস কাউন্টিতে চলছে কুসুম ফুল কাটার মৌসুমে। এখানকার বিপুল পরিমাণ জমিতে এবার ফুলের ফলন হয়েছে ভালো। অনুকূল আবহাওয়া ও বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করায় গুণগতমানও বেড়েছে এ ফুলের। এতে কৃষকদের আয় বাড়ছে, আবার মৌসুমি কর্মসংস্থানের সুযোগও মিলছে। কৃষিভিত্তিক আয়ের এই নতুন পথ বদলে দিচ্ছে তেকেসের অর্থনৈতিক চিত্র।

এ বছর এ অঞ্চলে ১০৬ হেক্টরের বেশি জমিতে চাষ হওয়া কুসুম ফুল এখন তোলার উপযুক্ত হয়েছে।ওষুধি গুণ এবং প্রাকৃতিক রঙ হিসেবে ব্যবহৃত হয় কুসুম ফুল। তাই এ ফুলের অর্থনৈতিক মূল্য অন্য ফুলের চেয়ে অনেক বেশি। স্থানীয় কৃষকদের আয় বৃদ্ধিতেও বড় ভূমিকা রাখছে এটি।

এখানকার গ্রামগুলোয় এ বছর জলবায়ু ছিল ফুলচাষের অনুকূল। সেইসঙ্গে ফুলচাষে যুক্ত হয়েছে বৈজ্ঞানিক পদ্ধতি। তাই ফুলের উৎপাদন ও মান দুই-ই বেড়েছে।

স্থানীয় ফুলচাষীমা শিলিয়াং জানালেন, ‘আমি ২০২১ সাল থেকে কুসুম ফুল চাষ করছি। এটার চাষ সহজ। ঠিকমতো পানি ও সার দিলেই হয়। ফুল তোলার সময়কাল এক মাসের মতো।’

এই মৌসুমে ফুল তোলা নিয়ে গ্রামবাসীর জন্য মৌসুমি কাজের সুযোগও তৈরি হয়েছে।

স্থানীয় এক কর্মী জানালেন, ‘গ্রীষ্মের ছুটিতে এখানে কাজ করি। প্রতি কেজি ফুল তোলার মজুরি ১০ ইউয়ান। প্রতিদিন গড়ে ১০ কেজি তুলতে পারি।

জমির উপযোগিতা কাজে লাগিয়ে তেকেস কাউন্টি সম্প্রতি স্থানীয় কৃষকদের আয়ের পথ বাড়াতে বিশেষ ফসল চাষের দিকেও গুরুত্ব দিচ্ছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *