
আধিপত্যবিস্তার নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত- ২০ দোকান-পাট ভাংচুর ও লুটপাট
সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম: কুমিল্লার মনোহরগঞ্জের আশিরপাড় বাজারে আধিপত্যবিস্তার নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২০জন আহত হয়েছেন। এ সময় বাজারের কমপক্ষে ১২টি দোকান ভাংচুর ও লুটপাট করে হামলাকারীরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের আশিরপাড় বাজারে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।এদিকে আহতদের উদ্ধার করে মনোহরগঞ্জ ও লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া, আশঙ্কাজনক অবস্থায় ৪জনকে কুমিল্লা ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের আশিরপাড় বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়নের খানাতুয়া এবং আশিরপাড় গ্রামবাসীর মধ্যে বিরোধ চলছিলো। কয়েক মাস আগে আশিরপাড় উচ্চ বিদ্যা...