
শেনচেনের মেট্রোতে রোবট ডেলিভারি দিচ্ছে পণ্য
চীনের শেনচেন শহরে রোবটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মেট্রোয় পণ্য সরবরাহের সফল পরীক্ষা চালানো হয়েছে। এটি বিশ্বের প্রথম রোবট-চালিত মেট্রো ভিত্তিক ডেলিভারি সেবা হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্প্রতি শেনচেন মেট্রো লাইন ২-এ একটি কার্টুন-থিমযুক্ত রোবট নিজে থেকেই ট্রেনে উঠে ৭-ইলেভেন দোকানে পণ্য পৌঁছে দেয়। এ কাজে কোনো মানুষের সহায়তার দরকার হয়নি।
শেনচেন মেট্রো গ্রুপ ও ভিএক্স লজিস্টিকসের যৌথ প্রকল্পের অংশ হিসেবে এই পরীক্ষা চালানো হয়। এতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সময় নির্ধারণ ব্যবস্থা ও মাল্টি-সেন্সর নেভিগেশন ব্যবহৃত হয়েছে, যার ফলে রোবটটি পথ পরিকল্পনা, পথচারী এড়িয়ে চলা এবং মেট্রো স্টেশনের বিভিন্ন স্থানে চলাফেরা করতে পেরেছে।
৭-ইলেভেনের ওয়ানশিয়া স্টেশনের ম্যানেজার লি ইয়ানইয়ান জানান, আগে মেট্রো স্টেশনের দোকানগুলোতে মূলত গ্রাউন্ড ট্রান্সপোর্ট ব্যবহার করে পণ্য সরবরাহ হতো, যেখানে যানজট ও পা...