হুবেই প্রদেশের পাহাড়ি কোলে লুকিয়ে থাকা গ্রীষ্মের স্বর্গ — পিংশান ক্যানিয়ন
চীনের হুবেই প্রদেশের গভীর পাহাড়ের মধ্যে লুকিয়ে থাকা পিংশান ক্যানিয়ন এখনো অনেকের কাছেই অপরিচিত, কিন্তু যাঁরা একবার এই জায়গার সৌন্দর্য দেখেছেন, তাঁরা একে বলছেন ‘গ্রীষ্মের স্বর্গ’।
পিংশান ক্যানিয়নের মূল আকর্ষণ এর স্বচ্ছ সবুজ পানির নদী, যা এতটাই পরিষ্কার যে নিচে তাকালেই নদীর তলদেশ দেখা যায়। নৌকায় বসে ভেসে চলা পর্যটকদের অনেক সময় মনে হয়, যেন তারা আকাশে ভাসছেন — কারণ পানির ওপর প্রতিবিম্ব এতটাই নিখুঁত যে সেটি জগৎকে উল্টো করে দেখায়।
পাহাড়ের দুই পাশে দাঁড়িয়ে থাকা খাড়া পাথরের দেয়াল আর তার মধ্য দিয়ে বয়ে চলা শান্ত নদী তৈরি করেছে এক রহস্যময় পরিবেশ। গ্রীষ্মের প্রচণ্ড গরম থেকে মুক্তি পেতে অনেকেই এখানে ছুটি কাটাতে আসছেন, কারণ এখানকার আবহাওয়া অপেক্ষাকৃত শীতল এবং নির্মল।
পিংশান ক্যানিয়নে ভ্রমণকারীদের জন্য রয়েছে নিরিবিলি নৌভ্রমণের ব্যবস্থা, যেখানে কোনো যান্ত্রিক শব্দ নেই — ...