Sunday, July 27
Shadow

Tag: স্মার্ট প্রযুক্তি

হাংচৌয়ে ইমিগ্রেশন কার্যক্রমে স্মার্ট প্রযুক্তি, যাত্রায় বাড়ছে গতি

হাংচৌয়ে ইমিগ্রেশন কার্যক্রমে স্মার্ট প্রযুক্তি, যাত্রায় বাড়ছে গতি

বিদেশের খবর
চীনের পূর্বাঞ্চলীয় চেচিয়াং প্রদেশের হাংচৌ শহরে স্মার্ট প্রযুক্তির ব্যবহারে ইমিগ্রেশন কার্যক্রমে গতি এসেছে। এতে আন্তর্জাতিক যাত্রীদের ভ্রমণ আরও সহজ হয়েছে। হাংচৌ সিয়াওশান আন্তর্জাতিক বিমানবন্দরের বর্ডার ইনস্পেকশন এলাকায় নিয়োজিত হয়েছে হিউম্যানয়েড রোবট। তারা ভিসা ও নীতিমালা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছে। হাংচৌ বর্ডার ইনস্পেকশনের পুলিশ কর্মকর্তা উ লিয়াং জানান, ‘রোবটগুলোর সক্ষমতা ধারাবাহিকভাবে উন্নত হয়েছে। তারা জটিল চেকিং প্রক্রিয়া সামাল দিতে পারে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে পারে।’ এ বছরের জানুয়ারি থেকে হাংচৌতে বিদেশি যাত্রীদের জন্য চালু হয়েছে সেলফ-সার্ভিস কিয়স্ক, যেখানে কিউআর কোড বা মিনি-প্রোগ্রামের মাধ্যমে অনলাইন ঘোষণাপত্র জমা দেওয়া যাচ্ছে। এসব কিয়স্কে ইংরেজি, জাপানি, কোরিয়ান, জার্মান, ফরাসি, স্প্যানিশ ও আরবি ভাষা সমর্থন করে। ১৬ জুলাই পর্যন্ত ৮...