
ঝিনাইগাতীতে বিএনপি নেতা মরহুম খলিলুর রহমানের স্মরণ সভা
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৩নং নলকুড়া ইউনিয়ন পরিষদের সাবেক দুই বারের সফল ইউপি চেয়ারম্যান ও স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি মরহুম খলিলুর রহমান খলিল এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) বিকেলে ৩নং নলকুড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে নলকুড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
নলকুড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. হামিদুল ইসলামের সভাপতিত্বে এবং স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. রুকনুজ্জামানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আব্দুল ম...