
শব্দহীনতার অন্ধকারে জ্বলে ওঠে তৃষার থেরাপির আলো
আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি : মুখের ভাষা মানুষের আত্মার দর্পণ যেখানে অনুভূতিরা শব্দে রূপ পায়, ব্যথারা ব্যাখ্যা খোঁজে, আর ভালোবাসা পাখি হয়ে উড়ে যায় অন্যের হৃদয়ে। অথচ যাদের মুখ নিঃশব্দ, তাদের যন্ত্রণা নীরব এক আর্তনাদ। বলার চেষ্টা থাকলেও শব্দ হয় না, কণ্ঠে আটকে থাকে হৃদয়ের ঝড়। কারও হাত ছুঁয়ে বোঝাতে হয় ভালোবাসা, চোখের জল দিয়ে বলতে হয় কষ্টের গল্প। মুখের ভাষা না থাকা যেন আলোহীন একটি দিন সেখানে রং আছে, দৃশ্য আছে, কিন্তু উষ্ণতা নেই। ভাষাহীন সেই মানুষগুলো প্রতিনিয়ত যুদ্ধ করে নিজেকে প্রকাশের, বোঝানোর, স্বীকৃতি পাওয়ার। তাদের নীরবতা এক অনুচ্চারিত কবিতা, যে কবিতা শব্দ নয়, অনুভবে লেখা। তাই মুখের ভাষার গুরুত্ব শুধু কথায় নয়, তা জীবনের সবচেয়ে শক্তিশালী সেতু যা না থাকলে মন হয় বন্দী, প্রাণ হয় নিঃসঙ্গ, আর হৃদয়ের নদী হয় চিরশুষ্ক।
স্পিচ থেরাপি হল নিঃশব্দ প্রাণে শব্দ ফেরানোর এক আশ্চর্...