Sunday, July 27
Shadow

Tag: স্টিভ জবসের কন্যা ইভ জবস

৬৭ লাখ ডলার খরচ করছে স্টিভ জবসের কন্যা ইভ জবসের রাজকীয় বিয়েতে

৬৭ লাখ ডলার খরচ করছে স্টিভ জবসের কন্যা ইভ জবসের রাজকীয় বিয়েতে

বিদেশের খবর
অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের কনিষ্ঠ কন্যা ইভ জবস আজ শনিবার (স্থানীয় সময়) রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। বিলাসবহুল এই বিয়ের আয়োজনে খরচ হচ্ছে প্রায় ৬৭ লাখ মার্কিন ডলার। ২৭ বছর বয়সী ইভ জবস বিয়ে করছেন ২৬ বছর বয়সী ব্রিটিশ অলিম্পিয়ান হ্যারি চার্লসকে। এ যুগলের প্রেমের শুরু ২০২২ সালে। এরপর ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে তারা আনুষ্ঠানিকভাবে বাগদান সম্পন্ন করেন। ইভ ও হ্যারি চার্লসের এই অভিজাত বিয়ের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের আইনশাম হলে অবস্থিত বিলাসবহুল ‘এস্টেল ম্যানর’ হোটেলে। অতিথির তালিকাও রাজকীয়; আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা। বিয়েতে সংগীত পরিবেশন করবেন কিংবদন্তি শিল্পী স্যার এলটন জন — যেটি আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। ইভ জবস ১৯৯৮ সা...