
সোহাগ হত্যার প্রতিবাদে জবি শিক্ষার্থী ফোরামের বিক্ষোভ মিছিল
রোকুনুজ্জামান, জবি : রাজধানীর মিটফোর্ড এলাকায় মোঃ সোহাগ নামের এক ভাঙারি ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ায় নৃশংসভাবে পিটিয়ে ও পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থী ফোরামের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক থেকে শুরু হয়ে লক্ষ্মীবাজার প্রদক্ষিণ শেষে আবার পার্কে এসে এই প্রতিবাদ কর্মসূচি শেষ হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জবি শাখার সভাপতি ইভান তাহসীব বলেন, "এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান দায়িত্ব ছিল জননিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু আমরা দেখছি, গুম, খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও দমন-পীড়নের যে সংস্কৃতি স্বৈরাচার হাসিনা সরকার রেখে গিয়েছিল, তা এখনো অব্যাহত। বিচারহীনতার সংস্কৃতি থেকে সরকার বের হতে পারেনি।"
তিনি আরও বলেন, “জুলাই অভ্...