
গ্রিসের সঙ্গে সহযোগিতা বাড়াতে প্রস্তুত চীন: প্রধানমন্ত্রী লি ছিয়াং
গ্রিসের সঙ্গে সহযোগিতা আরও জোরদারে প্রস্তুত রয়েছে চীন। শুক্রবার গ্রিসের রোডস দ্বীপে গ্রিক উপপ্রধানমন্ত্রী কস্তিস হাদজিদাকিসের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেনচীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং।
ওইদিনই ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিতব্য ১৭তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বেইজিং থেকে রওনা দেনপ্রধানমন্ত্রী লি। পথে রোডস দ্বীপে বিরতি নিয়ে গ্রিসেরনেতাদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে লি জানান, গত দুই বছরে উভয় দেশই দুইরাষ্ট্রপ্রধানের সিদ্ধান্ত বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রেখেছে এবং বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের আওতায় উন্নয়ন সহযোগিতাও দৃঢ় হয়েছে।
আগামী বছর চীন-গ্রিস পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারত্বের ২০ বছর পূর্তি উপলক্ষে লি ছিয়াং বলেন, নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুৎ সঞ্চালন, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ নানা ক্ষেত্রেগ্রিসেরসঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন। একই সঙ্গে যোগ্য চীনা প্রতিষ্ঠানগুলোকে বাজারভিত্তিক নীতিম...