
শ্রীবরদীতে কৃষি প্রণোদনা বীজে বাম্পার ফলন
রিয়াদ আহাম্মেদ, শেরপুর : শেরপুর জেলার ইতিহাসে দীর্ঘ সময় অবস্থান করা বন্যা ক্ষতিগ্রস্থ করে উপজেলার কৃষকদের। এছাড়াও অন্যান্য ক্ষতির কারণে বীজ সহ অন্যান্য প্রণোদনার আওতায় আসে শ্রীবরদী উপজেলার প্রায় ১৮হাজার কৃষক। চলতি মওসুমে শেরপুরের শ্রীবরদী উপজেলায় বিভিন্ন ফসলের চাষাবাদের জন্য দেয়া কৃষি প্রণোদনার এই বীজে বাম্পার ফলন হয়েছে। সময়মতো বীজ হাতে পেয়ে রোপণ করতে পেরে খুশি কৃষকরা। কৃষকদের দাবি, বাজার থেকে ক্রয়কৃত বীজের চেয়ে প্রণোদনার বীজ অনেক ভালো ছিলো। এদিকে কৃষি বিভাগ বলছে আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষি বিভাগের পরামর্শে এই ফলন পেয়েছে কৃষক।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি রবি ও বোরো মৌসুমে শ্রীবরদী উপজেলায় ১৭ হাজার ৭শ কৃষককে কৃষি প্রণোদনা প্রদান করা হয়েছে। এর মধ্যে ৬ হাজার কৃষককে বোরো ধান, ৮ হাজার ৫০ জন কৃষককে সরিষা, ৩ হাজার ২শ জন কৃষককে শাকসবজি, ১৭৫ জন কৃষককে গম, ১শ ৮০ জন...