
বকশীগঞ্জে নদীতে নিখোঁজের দুদিন পর মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার।
মোয়াজ্জেম হোসেন হিলারী, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীতে গোসল করতে নেমে দুইদিন পূর্বে নিখোঁজ হন মাদ্রাসা শিক্ষার্থী মো.আব্দুল্লাহ (০৯)।নিখোঁজের দুইদিন পর নিলক্ষীয়া ইউনিয়নের শেষ প্রান্তে দশানি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত আব্দুল্লাহ বকশীগঞ্জ পৌর শহরের চরকাউরিয়া সীমারপাড় গ্রামের জামরুল ইসলামের ছেলে। সে স্থানীয় আন নুর মডেল মাদ্রাসার শিক্ষার্থী ছিল।পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার জব্বারগঞ্জ এলাকায় অবস্থিত খালার বাড়িতে বেড়াতে যায় মাদ্রাসা শিক্ষার্থী আব্দুল্লাহ।
বিকালে খালার বাড়ির পাশে দশানী নদীতে গোসল করতে নামে সে । এক পর্যায়ে স্রোতের তোড়ে নদীতে তলিয়ে যায় আব্দুল্লাহ। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ না মিললে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা পর্যন্ত খুঁজে ব্যর্থ হয়। পরে গত রবিবারও সকাল ৬ টা থেকে ১০ টা পর্...