
শব্দ দূষণ সচেতনতা বৃদ্ধিতে এসপেরিয়ার সাইকেল র্যালি চট্টগ্রামে
ইসমাইল ইমন, চট্টগ্রামঃ শব্দ দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের স্বনামধন্য সুপার স্পেশালিটি ল্যাবরেটরি "এসপেরিয়া হেলথ কেয়ার লিমিটেড" ও চট্টগ্রাম সিটি করপোরেশন এর যৌথ উদ্যোগে নগরীতে এক বর্ণাঢ্য সাইকেল র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি সকাল ৯টায় এম এ আজিজ স্টেডিয়াম থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্যারেড ময়দান এসে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এছাড়াও অতিথি হিসেবে অংশগ্রহণ করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, কমান্ডার ইখতিফার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন,রোমানা আকতার, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম; আমিনুল ইসলাম, ক্রীড়া সংগঠক, বাংলাদেশ জেলা উন্নয়ন ক্রীড়া পরিষদ চট্টগ্রাম। এছাড়া উপস্থিত ছিলেন এসপ...