Monday, July 28
Shadow

Tag: রোমান্টিক

অনুভবে তুমি

অনুভবে তুমি

কবিতা, ফিচার, সাহিত্য
বিশ্বজিৎ চক্রবর্তী তোমার চোখ,মুখ,ঠোঁট আর তোমার দৃঢ় চিবুক  আমার এক একটি কবিতার  শাণিত শব্দ ভান্ডার। তোমার উত্তোলিত মুষ্টিবদ্ধ হাত আমাকে বিদ্রোহী করে তোলে, তোমার দু'চোখের গভীরে  আমি দেখি - আমার সমস্ত পৃথিবী। যখনই দেখি-তোমার বলিষ্ঠ বাহু আর উঁচু নাসিকা ঠিক তখনই  আমার দুচোখে ভেঁসে উঠে নদ-নদী পাহাড়-পর্বত পরিবেষ্টিত  আমার প্রাণপ্রিয় জন্মভুমি  সবুজ শ্যামল বাংলাদেশ। যখনই দেখি -  তোমার মিষ্টি হাসি আর  বাতাসে দোল খাওয়া  তোমার রেশমি চুলের বাহার ঠিক তখনই  যেন খিলখিলিয়ে হেসে উঠে  বাংলার সোনালী প্রান্তর। যখনই দেখি -  তোমার শাড়ির আঁচল ঠিক তখনই  আমার মনে হয় এ যেন পতপত করে বাতাসে দোল খাওয়া আমার প্রাণপ্রিয়  সেই লাল সবুজের জাতীয় পতাকা।...