Tuesday, July 1
Shadow

Tag: রংপুর এক্সপ্রেস ট্রেনের দুই কোচ লাইনচ্যুত

৫ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ                                                                                                                                         আদমদীঘিতে রংপুর এক্সপ্রেস ট্রেনের দুই কোচ লাইনচ্যুত

৫ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ আদমদীঘিতে রংপুর এক্সপ্রেস ট্রেনের দুই কোচ লাইনচ্যুত

বগুড়া, বাংলাদেশ, রাজশাহী
সজীব হাসান, আদমদীঘি বগুড়া : বোনারপাড়া-সান্তাহর রেললাইনের আদমদীঘি স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ৭৭২ নম্বর ট্রেনের দুইটি বগি বা কোচ লাইনচ্যুত হয়েছে। ৫ ঘন্টার  পর লাইনচ্যুত দুইটি বগি রেখেই ট্রেনটি ঢাকার উদ্যোশ্যে রওয়ানা দেয়। ফলে কোন যাত্রী হতাহত  হওয়ার খবর পাওয়া যায়নি। গত শনিবার (২৮জুন) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে আদমদীঘি রেলওয়ে  স্টেশনের ১ নম্বর রেললাইনের ৯নং পয়েন্টের নিকট এ দুর্ঘটনা ঘটে। পরে ভোর ৫টা ৪০ মিনিটে  লাইচ্যুত দুটি বগি রেখে রংপুর এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। আদমদীঘি রেলওয়ে স্টেশনের কর্তব্যরত সহকারি স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম জানান, গত শনিবার রাতে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর ট্রেনটি আদমদীঘি রেলওয়ে স্টেশন রাত ২টা ৩০ অতিক্রম করার সময় ৯নং পয়েন্ট পার হওয়ার পরপর দুটি বগি (কোচের) বেলিপ্লেট ভেঙ্গে যাওয়ায় ...