
খুলনা ভৈরব নদ থেকে যুবকের ভাসমান মরহেদ উদ্ধার
এম এন আলী শিপলু, খুলনা : খুলনার ভৈরব নদে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা (৩৮) যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১০ মে) নগরীর খানজাহান আলী থানার মিরেরডাঙ্গা এ্যাজাক্স জুট মিল ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।খুলনা মেট্রোপলিটন নৌ পুলিশ স্টেশনের ওসি মোহাম্মদ বাবুল আক্তার বলেন, বেলা পৌনে চারটার দিকে খানজাহান আলী থানা পুলিশের কাছ থেকে খবর আসে এক জুটমিলের ঘাটে ভৈরব নদীতে ৪০ বছর বয়সী অজ্ঞাতনামা মৃতদেহ ভাসছে। খবর পেয়ে নৌ পুলিশের একজন অফিসারের নেতৃত্বে ফোর্স পাঠায়। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।...