
জানলে অবাক হবেন! মশা কেন আপনাকেই কামড়ায়?
ধরুন, এক ঘর ভরা মানুষ—সবাই হাসছে, গল্প করছে, আড্ডায় মেতে আছে। কিন্তু হঠাৎ করেই কানের পাশে ভনভন শব্দ! মশা যেন শুধু আপনাকেই ভালোবেসেছে। কানের পাশে গান গাইছে, সুযোগ পেলেই কামড়ে দিয়ে উড়াল দিচ্ছে। এটা কি নিছকই মশার প্রেম? অনেকের কাছে এটা হাস্যকর শোনালেও, বিজ্ঞান বলছে—মশারও আছে রুচি, পছন্দ-অপছন্দ। কিছু নির্দিষ্ট কারণেই তারা কাউকে বেশি আর কাউকে কম কামড়ায়।
রক্তের গ্রুপে মশার ভালবাসা!
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশারের মতে, মশা বেছে নেয় তার শিকারকে রক্তের গ্রুপ দেখে। এক গবেষণায় চারজন মানুষকে একসঙ্গে একটি মশারির ভেতর রাখা হয়। প্রত্যেকের রক্তের গ্রুপ আলাদা—A, B, AB এবং O। দেখা গেল, O পজিটিভ রক্তধারী ব্যক্তিকে সবচেয়ে বেশি কামড়েছে মশা। এরপর B, তারপর AB। সবচেয়ে কম কামড় পেয়েছেন A গ্রুপের মানুষটি।
তবে মজার বিষয় হলো, মশার প্রজাতিভেদে এই পছন্দও ...