
দক্ষিণ ইউরোপ জুড়ে ভয়াবহ তাপদাহ: ৪২ ডিগ্রি তাপমাত্রা, সতর্কতা জারি স্পেনে
জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভয়াবহ তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে দক্ষিণ ইউরোপের দেশগুলো। ইতালি, গ্রিস, ফ্রান্স, স্পেন এবং পর্তুগালে প্রতিদিনই বাড়ছে গরমের তীব্রতা, যা জনজীবনে চরম দুর্ভোগ ডেকে এনেছে।
রোববার স্পেনের আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশটির সেভিল শহরে তাপমাত্রা বেড়ে ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এর ফলে দেশের বিভিন্ন এলাকায় জারি করা হয়েছে তাপদাহ সতর্কতা। দক্ষিণ ইউরোপের অন্যান্য দেশগুলোতেও স্বাস্থ্য ও ফায়ার সার্ভিস বিভাগ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
গরমের তীব্রতা বৃদ্ধির পেছনে বিশেষভাবে দায়ী করা হচ্ছে উত্তর আফ্রিকা থেকে আসা গরম বাতাসকে। এই বাতাস বলকান অঞ্চল হয়ে ক্রোয়েশিয়া পর্যন্ত বিস্তৃত হয়ে তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি বছরই জুলাই ও আগস্টের শুরুতে ইউরোপে তাপমাত্রা তুলনামূলক বেশি থাকে। ফলে এই সময়ে জনগণকে...