Sunday, July 27
Shadow

Tag: বাণিজ্যিক ফাস্ট রিঅ্যাক্ট

চীনের চতুর্থ প্রজন্মের বাণিজ্যিক ফাস্ট রিঅ্যাক্টরের প্রাথমিক নকশা সম্পন্ন

চীনের চতুর্থ প্রজন্মের বাণিজ্যিক ফাস্ট রিঅ্যাক্টরের প্রাথমিক নকশা সম্পন্ন

বিদেশের খবর
চীনের ন্যাশনাল নিউক্লিয়ার করপোরেশন সিএনএনসি ঘোষণা করেছে, দেশটির প্রথম চতুর্থ প্রজন্মের দশ লাখ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন বাণিজ্যিক ফাস্ট রিঅ্যাক্টর সিএফআর১০০০-এর প্রাথমিক নকশার কাজ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের রাজধানী ফুচৌতে উন্নত পারমাণবিক শক্তি উন্নয়নসংক্রান্ত এক সিম্পোজিয়ামে এই ঘোষণা দেওয়া হয়। সিএনএনসির উপপ্রধান প্রকৌশলী চেং ইয়ানকুয়ো জানান, সিএফআর১০০০ রিঅ্যাক্টরটির ধারণক্ষমতা ১২ লাখ কিলোওয়াট এবং নিরাপত্তা ও অর্থনৈতিক বিচারে চতুর্থ প্রজন্মের প্রযুক্তির সকল শর্ত পূরণ করবে এটি। ফাস্ট রিঅ্যাক্টর বা দ্রুত নিউট্রন রিঅ্যাক্টর এমন এক প্রযুক্তি, যেখানে দ্রুত নিউট্রনের মাধ্যমে বিভাজন ঘটে এবং তাপ উৎপন্ন হয়। এটি পারমাণবিক বর্জ্যও কমাবে। বিশ্বের চতুর্থ প্রজন্মের ছয়টি রিঅ্যাক্টর প্রযুক্তির মধ্যে তিনটিই হলো ফাস্ট রিঅ্যাক্টর সোডিয়াম-কুলড, গ্যাস-কুলড...