
মান্দা উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : নওগাঁয় মান্দা উপজেলা প্রশাসন আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বড়পই জাগরণী ফুটবল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য (০-০) ড্র হওয়ার পর টাইব্রেকারে ফলাফল নির্ধারিত হয়। যা মান্দা ইউনিয়ন একাদশের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য দেখিয়ে ৪টি গোল করে, অপরদিকে কুসুম্বা ইউনিয়ন একাদশ ২টি গোল করতে সক্ষম হয়।শ্বাসরুদ্ধকর ফাইনাল টুর্নামেন্টে কুসুম্বা ইউনিয়ন ফুটবল একাদশকে পেনাল্টিতে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মান্দা ইউনিয়ন একাদশ। অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি ছিল টানটান উত্তেজনাপূর্ণ।খেলায় মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আব্দুল আউয়াল।এসময় তিনি তাঁর বক্তব্যে বলেন, খেলা...