
বিশ্বজুড়ে উৎসব: কোন দেশে কখন…
হোয়াইটওয়াটার রাফটিং উত্সব:
হোয়াইটওয়াটার রাফটিং উত্সবটি প্রতি বছর জুন থেকে অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হয়। এই সময়ে পানির উচ্চতা বেশি থাকে, প্রচণ্ড স্রোত এবং পরিষ্কারক নদীপ্রপাত। প্রতিযোগিতা উপভোগ করতে বিপুল সংখ্যক লোক জড়ো হয়।
কখন: জুন- অক্টোবরকোথায়: কেইং হিন ফোইং, ব্যাংকক
মধ্য-শরত উত্সব:
মধ্য-শরত উৎসব বা চন্দ্রের কেক বা ল্যান্টার্ন উৎসব হল গ্রীষ্মের ফসল কাটার উৎসবউদযাপন করা।মালয়েশিয়ায় বসবাসরত চীনা বাসিন্দারা এই উৎসব উদযাপন করেন বিভিন্ন স্বাদের চাঁদ কেক ক্রয় এবং খাওয়ার মাধ্যমে। রাতে, শিশুরা বিভিন্ন আকারের কাগজের লন্ঠন নিয়ে রাস্তায় নেমে আসে।
কখন: ৪ সেপ্টেম্বরকোথায়: পুরো মালয়েশিয়া জুড়ে
দ্য ম্যারেজ অফ ফিজারো:
দ্য ম্যারেজ অফ ফিজারো হল উলফগ্যাং আম্যাডাস মোজার্টের চারটি অভিনয়ের সিকুয়েল কমিক অপেরা এবং এটির ভিত্তি পিয়েরি-আগাস্টিন ক্যারন ডি বেউ...