
পাইকগাছা পৌরসভায় প্রায় সাড়ে ৪৫ কোটি টাকার বাজেট ঘোষনা
পূর্ণ চন্দ্র মণ্ডল, পাইকগাছা : পাইকগাছা পৌরসভায় ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। বাজেটে ৪৪ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ৭৮২ দশমিক ১৮ টাকা আয়, ৪৪ কোটি ১৩ লাখ ৮০ হাজার ৩৪১ দশমিক ৬৭ টাকা ব্যয় ও ২৫ লাখ ৪৪১ দশমিক ৫১ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। পৌর প্রশাসকের কার্যালয়ে রবিবার সকাল ১০ টায় বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। পাঠ করেন, পৌর সদস্য ও উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা। বিভিন্ন প্রশ্নোত্তর দেন, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লালু সরদার। এসময় থানা অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ, সদস্য ও উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, সমবায় কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইব্রাহিম গাজী, পৌর প্রকৌশলী এম এম নূর আহম্মদ, উপ-সহকারী প্রকৌশলী মোঃ লিংকন আলী, প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান, কর নির্ধারক জিএম রফিকুল ইসলাম, আদায়কারী মোঃ সাইদুর রহম...