
গ্রাহকদের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা সমিতির পরিচালক
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আরামকাঠি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহ গ্রাহকদের হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন। এ ঘটনায় গ্রাহকদের তোপের মুখে অবরুদ্ধ হয়ে পড়েছেন সমিতির ম্যানেজার মো. বেল্লাল মিয়াসহ অন্য কর্মচারীরা।
শনিবার সন্ধ্যায় ভুক্তভোগী গ্রাহকরা সমিতির পরিচালক রহমাত উল্লাহর গ্রামের বাড়ি উপজেলার আরামকাঠিতে বিক্ষোভ করেন। এ সময় তারা সমিতির ম্যানেজার মো. বেল্লাল হোসেন, মো. শাকিল হোসেন, নিখিল তহসিলদারসহ মোট চারজনকে অবরুদ্ধ করে রাখেন।
ভুক্তভোগী গ্রাহক নিলুফা জানান, তিনি সমিতিতে এককালীন ১৪ লাখ টাকা জমা রেখেছেন। বিগত কয়েক মাস যাবৎ টাকা ফেরত চাচ্ছিলেন তিনি। শনিবার বিকেলে জানতে পারেন, সমিতি পরিচালক রহমত উল্লাহ পরিবার নিয়ে উধাও হয়েছেন।
রওশনারা নামের আরেক ভুক্তভোগী বলেন, ‘রাস্তায় চানাচুর ও ঝালমুড়ি বিক্রি করে রহমত উল্লাহর সমিতিতে এককালীন দুই লাখ এবং প্র...