
পাইকগাছায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ
পাইকগাছা: মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় পাইকগাছায় বন্যা কবলিত দেলুটি ইউনিয়নের ৫ টি ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষীদের মাঝে ২.৭ মেট্রিক টন মৎস্য খাদ্য বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এটি বাস্তবায়ন করেন সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, ক্ষেত্র রণধীর সরকার, মেরিন অফিসার মোঃ তরিকুল ইসলাম, ইউপি সদস্য পবিত্র কুমার সরদার, শ্রীরামকৃষ্ণ টিকাদার, বদিয়ার হোসেন, পলাশ কান্তি রায়, মেরী রাণী সরদার সহ উপকার ভোগী মৎস্য চাষী গণ উপস্থিত ছিলেন। বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, উপকূলীয় ...