
এনসিপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত, সমাবেশ শেষে হাতাহাতি
ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে বহদ্দারহাট থেকে বিপ্লব উদ্যানের সমাবেশস্থল পর্যন্ত পদযাত্রা হয়েছে।
২০ জুলাই রবিবার, বিকেল সাড়ে ছয়টায় তারুণ্যের উচ্ছ্বাস-উদ্দীপনায় এই পদযাত্রা শুরু হয়।এতে অংশ নেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।পদযাত্রা ও বিপ্লব উদ্যানে সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়।
মঞ্চের কাছেই সোয়াত টিমকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। বিকেল থেকেই নগরের বিভিন্ন স্থান থেকে এনসিপি ও অঙ্গসংগঠনের মিছিল আসতে থাকে নগরীর বিপ্লব উদ্যান অভিমুখে। ব্যানার, ফেস্টুন ছাড়াও মিছিলের সামনে ছিল ব্যান্ডপার্টি।
পদযাত্রায় ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার’, ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার...