
নান্দাইলে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
ফরিদ মিয়া, নান্দাইল ময়মনসিংহ : ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাও ইউনিয়নের সিংদই গ্রামে চুরি, মাদক, জুয়া, যৌতুক, ভূমিদস্যু দমন, বাল্যবিবাহ ও সন্ত্রাস বিরোধী সহ সব ধরনের পুলিশিং কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ও সুষ্ঠু পরিবেশ নিয়ন্ত্রণ রাখার নির্মিত্তে সিংদই গ্রামবাসীর আয়োজনে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ৯ নং আচারগাও ইউনিয়নের সিংদই টংগীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উক্ত অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।
অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার একেএম মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল দেবাশীষ কর্মকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নান্দাইল মডেল থানার অফিসান ইনচার্জ আনোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার জাহিদুল ইসলাম, পুলিশ প...