Thursday, July 3
Shadow

Tag: দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম চীনে বন্যা

দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম চীনে বন্যা, হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে

দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম চীনে বন্যা, হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে

বিদেশের খবর
টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় দক্ষিণ চীনের কুয়াংচি ও দক্ষিণ-পশ্চিমের কুইচৌ প্রদেশে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে। কুয়াংচির শানচিয়াংয়ে তুলিউ নদীর পানি নামার পর শুরু হয়েছে কাদা পরিষ্কার ও পুনরুদ্ধার কাজ। কুইচৌর রোংচিয়াং কাউন্টিতে সর্বোচ্চ স্তরের বন্যা সতর্কতা জারি করা হয়েছে, সরানো হয়েছে ৪০হাজারের বেশি মানুষ। একটি স্কুলে গড়ে তোলা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে চিকিৎসা ও খাদ্যসহ জরুরি সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা হয়েছে। এদিকে পার্শ্ববর্তী সিছুয়ানে জারি হয়েছে হলুদ বৃষ্টিপাত সতর্কতা; ১৬টি শহরে তীব্র বর্ষণের পূর্বাভাসে ৩০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে আগেভাগে। সূত্র: সিএমজি...