
ডিআইইউ ক্যান্টিনে খাবারের মানে নজরদারি, প্রশাসনের কঠোর অবস্থান
মোঃ আল শাহারিয়া সুইট, ডিআইইউ : ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের খাবারের মান ও পরিবেশ নিশ্চিত করতে ক্যান্টিন পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম।
রবিবার (২৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের দু'টি ক্যাম্পাসের চারটি ক্যান্টিন পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রক্টোরিয়াল টিমের সদস্যরা। এসময় তারা ক্যান্টিনের পরিচ্ছন্নতা, খাদ্যের গুণগতমান ও পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীরা বলেন ক্যান্টিনের খাবারের মান, দাম ও পরিবেশ দীর্ঘদিন ধরেই আলোচনার বিষয় ছিল। এই পরিদর্শনের মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত হয়ে সেগুলোর সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তারা।
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ মহিউদ্দীন বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম আজ যে ক্যা...