
ডায়নামিক দুবাইয়ে ভ্রমণ
দুবাই এমন এক শহর, যেখানে সবার জন্য কিছু না কিছু রয়েছে। আপনি দম্পতি হিসেবে আসুন, বন্ধুদের দল নিয়ে ঘুরতে আসুন বা পরিবারের সঙ্গে সফরে বের হন—প্রত্যেকের জন্যই এখানে রয়েছে উপযুক্ত ভ্রমণ পরিকল্পনা।
প্রতি বছর দুবাইতে লক্ষ লক্ষ পর্যটক ভিড় করেন ব্যাবসা, ছুটি ও কেনাকাটার জন্য। সুসজ্জিত বিনোদনের সাথে, এটির বিলাসী গন্তব্য হিসেবে এর খ্যাতি আছে। যাই হোক এর মানে এই নয় যে, এর অনেক আকর্ষণ এবং জীবনে অন্তত একবার আনন্দ উপভোগ করার জন্য অনেক টাকা লাগবে। দুবাইয়ে সব কিছু আছে বললে অতিরঞ্জিত হবে না।
পরিবারের সাথে দুবাইয়ের মজা:
সমুদ্র সৈকতে ঝাঁপিয়ে পড়া তরুণ প্রজন্মের পর্যটকেরজন্য প্রথম অগ্রাধিকার। জেবিআর-এর বালি সকল বয়সের পর্যটকের জন্য নিরাপদ। সমুদ্রের মধ্যে তৈরি করা হয়েছে বিশাল প্রবাহমান ওয়াটার পার্ক। পুরো পরিবার সাঁতার কাটা, স্লাইড করা, লাফানো এবং উপরে চড়তে পারেন এবং নিশ্চিতভাবে মজা...