
গণসংহতি আন্দোলনের মানববন্ধনে বক্তারা খুলনায় গ্যাস সরবরাহ বন্ধ থাকলে শিল্পায়ন বাঁধাগ্রস্ত হবে
এম এন আলী শিপলু, খুলনা : খুলনায় গণসংহতি আন্দোলন জেলা কমিটির উদ্যোগে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। খুলনার বিভিন্ন সমস্যা তুলে ধরে তা নিরসণের দাবিতে নগরীর শিববাড়ী মোড়ে বুধবার (২১ মে) বিকেল ৫টায় এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।নাগরিক দাবি ও সমস্যা গুলোর মধ্যে ভোলা-বরিশাল-খুলনা রুটে পাইপ লাইনে গ্যাস সরবরাহের স্থগিতাদেশ প্রত্যাহার, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে অটো-রিকশা-ভ্যান-ইজিবাইক উচ্ছেদ বন্ধ ও লিজ প্রক্রিয়া বাতিল করে বন্ধকৃত রাষ্ট্রীয় পাটকল রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চালু, খালিশপুর-দৌলতপুর জুটমিলসহ ৫টি জুটমিলের শ্রমিকদের বকেয়া প্রদান, নিউজপ্রিন্ট মিল থেকে কোটি-কোটি টাকার সম্পদ লুণ্ঠন ও বিপুল পরিমাণ যন্ত্রাংশ পাচার এবং জেজেআই থেকে মূল্যবান মেশিন, যন্ত্রাংশ পাচারের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি।সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল। সঞ্চালনা ...