
কাজল-অজয়ের ২৫ বছরের দাম্পত্যজীবন: বিচ্ছেদের আশঙ্কা ছিল, বললেন কাজল
বলিউডের জনপ্রিয় দম্পতি কাজল ও অজয় দেবগন সফলভাবে পার করলেন দাম্পত্যজীবনের ২৫ বছর। দুই সন্তানকে নিয়ে এখনো টিকে আছে তাদের সুখের সংসার। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল জানালেন, এই দীর্ঘ সম্পর্কের পেছনে রয়েছে অনেক সহনশীলতা এবং ছাড় দেওয়ার মানসিকতা। এমনকি তার মতে, “দেখতে গেলে আমাদের অনেক আগেই বিচ্ছেদ হয়ে যাওয়ার কথা ছিল।”
১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি কাজল ও অজয় দেবগন বিবাহবন্ধনে আবদ্ধ হন। সে সময় বলিউডে কাজল ছিলেন ক্যারিয়ারের শীর্ষ পর্যায়ে। হঠাৎ বিয়ের সিদ্ধান্তে কাজলের বাবা, প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক শমু মুখোপাধ্যায়, মেয়ের সঙ্গে টানা চার দিন কথা বলেননি। তবে শেষ পর্যন্ত পারিবারিক উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা।
দাম্পত্যজীবনে কাজল ও অজয় দেবগনকে খুব একটা গদগদ ভালোবাসার প্রকাশ করতে দেখা যায়নি। বিশেষ করে অজয় ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই চুপচাপ থাকতে পছন্...