Saturday, April 19
Shadow

Tag: ওয়েব সিরিজ

‘চিরকাল চলতে পারে ব্ল্যাক মিরর,’ বললেন চার্লি ব্রুকার

‘চিরকাল চলতে পারে ব্ল্যাক মিরর,’ বললেন চার্লি ব্রুকার

বিনোদন
চার্লি ব্রুকারের আলোচিত সিরিজ 'ব্ল্যাক মিরর' এর সর্বশেষ সিজন এসেছিল মাত্র দুই বছর আগে। কিন্তু এখনকার অনিশ্চিত পৃথিবীতে অল্প সময়েই অনেক কিছু বদলে যায়। তাই আবারও ফিরেছে এই প্রযুক্তিনির্ভর ডার্ক সিরিজ, সপ্তম মৌসুমে। ২০১১ সালে যখন এর প্রথম পর্ব সম্প্রচারিত হয়, তখন Siri ছিল একেবারেই নতুন আর iPhone 4S ছিল সদ্য বাজারে। এখন WhatsApp-এ রয়েছে Meta AI, আর Apple Watch পৌঁছেছে দশম সিরিজে। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে প্রযুক্তির ধরণ, আর সেইসঙ্গে বদলেছে ‘ব্ল্যাক মিরর’-এর কনটেন্টও— মেমোরি ডিভাইস, ফোন ইমপ্ল্যান্ট, রোবোটিক মৌমাছি থেকে শুরু করে ওয়্যারউলফ হয়ে যাওয়া অভিনেতা— সবই ছিল সেই যাত্রায়। ব্রুকার বললেন BBC-কে, 'এই সিরিজের শেষ এখনও দেখা যাচ্ছে না।'তিনি বলেন, “আশা করি এটা চলতেই থাকবে। স্বার্থপরভাবে বললে, এটা দারুণ একটা কাজ! প্রযুক্তি এত দ্রুত পাল্টাচ্ছে যে, আমাদের জন্য নতুন নতুন গল্পের উৎস ...