
তরুণ প্রজন্মের রাজনৈতিক সচেতনতা ও রাষ্ট্রীয় বিষয়াবলিতে যুক্ত অংশগ্রহণ নিশ্চিত করতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজন করেছিল একটি বিশেষ ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা
জোলাখা আক্তার জিনিয়া সদস্য, ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাব : গত ২৮ জুন ২০২৫, শনিবার, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) অনুষ্ঠিত হয় এই চমকপ্রদ আয়োজন। প্রতিযোগিতার বিষয় ছিল—
"তরুণ ভোটাররাই আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতার পালাবদলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
বিতর্কে সরকারি দল হিসেবে অংশ নেয় ঐতিহ্যবাহী ইডেন মহিলা কলেজ, এবং বিরোধী দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ইস্টার্ন ইউনিভার্সিটি।
বিচারকের রায়ে ইডেন মহিলা কলেজ বিজয়ী হলেও, প্রতিযোগিতার প্রতিটি ধাপেই ইস্টার্ন ইউনিভার্সিটি দুর্দান্ত যুক্তি, বক্তৃতা ও উপস্থিতি উপস্থাপন করেছে, যা প্রশংসার দাবিদার।
প্রধান অতিথি ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি জনাব মাহমুদুর রহমান মান্না।
সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
বক্তৃতায় তারা বলেন, “দেশের গণতন্ত্র টেকসই করতে হলে তরুণ...