
ইডেন মহিলা কলেজে অপরাজেয় ক্লাবের আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
জোলেখা আক্তার জিনিয়া, ইডেন মহিলা কলেজ : ১৪ মে ২০২৪, বুধবার— বাংলা সাহিত্যের দুই দীপ্তিমান পুরুষ, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে এক অনাড়ম্বর, মননশীল এবং গভীর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করলো এডেন মহিলা কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘অপরাজেয়’।
সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের চর্চায় ধারাবাহিকভাবে কাজ করে যাওয়া ‘অপরাজেয়’-এর এই আয়োজন শিক্ষার্থীদের কণ্ঠে, চেতনায় এবং সৃজনশীলতায় নতুন মাত্রা যুক্ত করে। কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমী দর্শকদের সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানটিকে করে তোলে আরও প্রাণবন্ত ও অর্থবহ।
আয়োজনের কেন্দ্রবিন্দু ছিল আলোচনা পর্ব, যেখানে রবীন্দ্র গবেষক অধ্যাপক নাভিন মুর্শেদ রবীন্দ্রনাথের সাহিত্য, দার্শনিকতা ও তাঁর প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখেন। পাশাপাশি বক্তব্য দেন অপরাজেয় ক্লাবের উপদেষ্টা নওশিন মুশতারিন সাথী,...