
আ’ লীগকে নিষিদ্ধ দাবিতে এক্সপ্রেসওয়েতে মধ্যে রাত থেকে ভোর সড়ক অবরোধ
নিজস্ব ফরিদপুর: বাংলাদেশ আওয়ামী লীগকে পুরোপুরি এদেশের মাটিতে রাজনীতি নিষিদ্ধ করার দাবীতে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্যরা শুক্রবার মধ্যে রাত থেকে ভোর ৫টা পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে।
ভাঙ্গা- মাওয়া মহাসড়কের টোলপ্লাজা সংলগ্ন ফ্লাইওভার ব্রিজের ওপরে একার্যক্রম শুরু করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের পাশে রাতভর অবস্থা করে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল ও থানার অফিসার ইনচার্জসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রায় পাঁচ ঘন্টা চলাকালীন কর্মসূচিতে দক্ষিণাঞ্চলে প্রবেশদ্বার খ্যাত ২১ জেলার বিভিন্ন রুটের যানবাহনে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনরত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা জানান, বাংলাদেশের রাজ...