
চীনা উপপ্রধানমন্ত্রী ও আবুধাবি বিনিয়োগ কর্তৃপক্ষ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানের বৈঠক
বুধবার বেইজিংয়ে চীনের উপপ্রধানমন্ত্রী হ্য লিফেং আবুধাবি ইনভেস্টমেন্ট অথরিটির ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মাজেদ আল রোমাইথির সঙ্গে বৈঠক করেছেন।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য হ্য লিফেং বৈঠকে বলেন, বছরের শুরুতেই চীনের অর্থনীতি শক্ত ভিত্তির ওপর এগোচ্ছে। উচ্চমানের উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি এবং সমাজে আত্মবিশ্বাস ও প্রত্যাশার ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে।
তিনি বলেন, চীন সর্বাঙ্গীন সংস্কার আরও গভীরতর করছে এবং আর্থিক খাতসহ বিভিন্ন ক্ষেত্রে উচ্চ পর্যায়ের উন্মুক্ততার দিকে এগিয়ে যাচ্ছে। এ সময় তিনি বিদেশি আর্থিক প্রতিষ্ঠান ও দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের, বিশেষ করে বিনিয়োগ কর্তৃপক্ষকে চীনে ব্যবসা পরিচালনা ও উন্নয়নের সুযোগ ভাগ করে নেওয়ার আহ্বান জানান।
মাজেদ আল রোমাইথি বলেন, চীনের অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে তারা আশাবাদী এবং বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে...