Wednesday, May 14
Shadow

Tag: আদৌ আলোর মুখ দেখবে কি? লাকসামে মাদ্রাসা ছাত্রী সামিয়া হত্যা মামলা:২৪দিনেও গ্রেপ্তার হয়নি কেউ!

আদৌ আলোর মুখ দেখবে কি?                                                                                       লাকসামে মাদ্রাসা ছাত্রী সামিয়া হত‍্যা মামলা:২৪দিনেও গ্রেপ্তার হয়নি কেউ!

আদৌ আলোর মুখ দেখবে কি? লাকসামে মাদ্রাসা ছাত্রী সামিয়া হত‍্যা মামলা:২৪দিনেও গ্রেপ্তার হয়নি কেউ!

অপরাধ, কুমিল্লা, চট্টগ্রাম, বাংলাদেশ, সংবাদ
সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম : কুমিল্লার লাকসাম ইক্বরা মহিলা মাদ্রাসার ছাত্রী সামিয়া হত্যাকাণ্ডের ২২দিনেও মামলার কোনো অগ্রগতি নেই ! এখন পর্যন্ত পুলিশ কোনো আসামী গ্রেপ্তার পারেনি! মামলায় পুলিশের গা ছাড়া ভাব, কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় হতাশ সামিয়ার পরিবার, ক্ষুব্ধ এলাকাবাসী। তাহলে কি সামিয়া হত্যা মামলা অন্ধকারেই থেকে যাবে? আদৌ কি আলোর মুখ দেখবে? এমন প্রশ্ন স্বজন ও এলাকাবাসীর।গত ১৭ এপ্রিল (বৃহস্পতিবার) গভীর রাতে (৩:০৯মিনট) ইক্বরা মহিলা মাদ্রাসার নিচে লাকসাম পৌরসভা সড়কের ওপর পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন ওই মাদ্রাসার শিক্ষার্থী সামিয়া আক্তারকে (১৩) আহত অবস্থায় উদ্ধার করেন। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা করান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে শুক্রবার (১৮ এপ্রিল) সকালে ঢাকায় নিয়ে যান এবং একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন দু...