Sunday, July 27
Shadow

Tag: আইএস

সিরিয়ায় মার্কিন বাহিনীর অভিযান: আইএসের শীর্ষ নেতা ও দুই ছেলে নিহত

সিরিয়ায় মার্কিন বাহিনীর অভিযান: আইএসের শীর্ষ নেতা ও দুই ছেলে নিহত

বিদেশের খবর
সিরিয়ায় মার্কিন সেনাবাহিনীর একটি অভিযানে আইএসের এক শীর্ষ নেতা ও তার দুই ছেলে নিহত হয়েছেন। গত শুক্রবার (স্থানীয় সময়) মার্কিন বাহিনী এ অভিযান চালায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। খবর সিএনএনের। সেন্টকম জানিয়েছে, নিহত ওই শীর্ষ নেতার নাম দিয়া যাওবা মুসলিহ আল-হারদানি। অভিযানে তার দুই প্রাপ্তবয়স্ক ছেলে আবদাল্লাহ দিয়া আল-হারদানি এবং আবদ আল-রহমান দিয়া যাওবা আল-হারদানিও মারা যান। সেন্টকমের দাবি, এ তিনজনই মার্কিন ও জোটবাহিনী এবং নতুন গঠিত সিরীয় সরকারের জন্য বড় ধরনের হুমকি ছিল। অভিযানের সময় ঘটনাস্থলে আরও তিনজন শিশু ও তিনজন নারী উপস্থিত ছিলেন, তবে তারা কেউ হতাহত হননি। তারা অক্ষত আছেন বলে নিশ্চিত করেছে সেন্টকম। এ অভিযানের বিস্তারিত তথ্য মার্কিন বাহিনী এখনো প্রকাশ করেনি। তবে সাধারণভাবে বলা যায়, গত কয়েক বছর ধরে আইএসবিরোধী অভিযানে ...